|
সনি হত্যা মামলায়
দণ্ডপ্রাপ্ত টগরের অস্ত্র ও অপরাধের নয়া কাহিনী
নিজস্ব প্রতিবেদক:
|
![]() দণ্ডপ্রাপ্ত টগরের অস্ত্র ও অপরাধের নয়া কাহিনী শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টগর অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র এনে ঢাকায় সরবরাহ করতেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অভিযান চলবে। ২০০২ সালের জুনে সনি হত্যা মামলায় টগরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ২০২০ সালের ২০ আগস্ট বিশেষ বিবেচনায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর মুগদা থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলার তথ্য পাওয়া যায়। উদ্ধার হওয়া মুখোশ সম্পর্কে লে. কর্নেল ফায়েজুল বলেন, নিজের পরিচয় গোপন রাখতে টগর এসব মুখোশ ব্যবহার করতেন। অন্য কোনো অপরাধে এগুলো ব্যবহার হয়েছে কি না, তা তদন্তে জানা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত সনি হত্যা মামলায় টগরকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। ডেল্টা টাইমস/সিআর
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |