|
এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ ক্লোন করে টাকা ধারের আবদার
ডেল্টা টাইমস ডেস্ক:
|
|
এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ ক্লোন করে টাকা ধারের আবদার জানতে চাইলে আল-আমিন শেখ বলেন, ‘আমার কাছে ২টা ২৮ মিনিটে চেয়ারম্যান স্যারের নম্বর থেকে টাকা ধার চেয়ে মেসেজ আসে। স্যারকে অবহিত করতেই তিনি জানালেন—নম্বর হ্যাকড হয়েছে। সবাইকে জানিয়ে দিতে বলেছেন।’ এ বিষয়ে সতর্ক করে ফেসবুকে পোস্ট করেছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। ইংরেজিতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ফোন নম্বর হ্যাকড হয়েছে। আমার অ্যাকাউন্ট থেকে টাকা চেয়ে কোনো মেসেজ এলে অনুগ্রহ করে এড়িয়ে যাবেন।’ ডেল্টা টাইমস/সিআর
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |