বাংলাদেশ-হংকং ম্যাচ নিয়ে জানা গেল গুরুত্বপূর্ণ তথ্য
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৪:৩১ পিএম

বাংলাদেশ-হংকং ম্যাচ নিয়ে জানা গেল গুরুত্বপূর্ণ তথ্য

বাংলাদেশ-হংকং ম্যাচ নিয়ে জানা গেল গুরুত্বপূর্ণ তথ্য

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে হংকং ঢাকায় পৌঁছাবে ৬ অক্টোবর রাত ১টায়। আগামী ৯ অক্টোবর ঢাকা স্টেডিয়ামে ম্যাচ হলেও অতিথিরা লা মেরিডিয়ান হোটেলে থাকবেন বলে জানা গেছে। 

বাংলাদেশ-হংকং ম্যাচে এএফসি রেফারিজ প্যানেল চূড়ান্ত করেছে। এই ম্যাচে বাঁশি বাজাবেন কুয়েতের রেফারি সাউদ এমএমটিএ আলসামহান। কুয়েতের রেফারি সাউদ ২০২৩ সাল থেকে আন্তর্জাতিক রেফারির দায়িত্ব পালন করে আসছেন। ফিফার ওয়েবসাইটে ২০২৫ সালের জন্য কুয়েতের ৬ জন আন্তর্জাতিক রেফারির নাম দেখা গেছে। এর মধ্যে সাউদ অভিজ্ঞতার দিক থেকে চতুর্থ। রেফারির পাশাপাশি ভিডিও রেফারির কাজেও আলসামহানের দক্ষতা রয়েছে।

রেফারির মতো সহকারী দুই রেফারিও থাকছেন কুয়েতি। সউদ আল রাশেদী ও তালাল শামারাই দুজনই ২০২৪ সালে সহকারী রেফারি হিসেবে আন্তর্জাতিক ব্যাজ পরেছেন। কুয়েতের ৮ জন আন্তর্জাতিক সহকারী রেফারি রয়েছে। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে খেলোয়াড় বদলে সমস্যা হওয়ায় চতুর্থ রেফারি আলোচনায় ছিলেন। এবার হংকং ম্যাচে চতুর্থ রেফারি হিসেবে থাকবেন সিরিয়ার ফেরাস তাউইল। রেফারি ম্যাচের আগে বা ম্যাচ চলাকালে অসুস্থ হলে তখন চতুর্থ রেফারি ম্যাচ পরিচালনা করবেন। রেফারি এসোসরের দায়িত্বে থাকছেন ইরাকের খাদুম আল সাইদী। আর ম্যাচ কমিশনার হিসাবে থাকবেন মালদ্বীপের আহমেদ শাহির। ম্যাচ অফিসিয়ালরা সবাই ৭ অক্টোবর ঢাকায় এসে উপস্থিত পৌঁছাবেন।

হংকং ম্যাচের দুই দিন আগে ঢাকায় এলেও বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচ খেলতে চার দিন আগে হংকং যাবে। ৯ অক্টোবর রাত ৮টায় ম্যাচ খেলে পর দিনই বাংলাদেশ হংকংয়ের উদ্দেশ্যে রওনা হবে। বাংলাদেশ ১০ অক্টোবর সকালে ঢাকা ছাড়ার পর যাত্রাবিরতি দেবে থাইল্যান্ডে। ফলে তারা স্থানীয় সময় রাত ১০টায় গিয়ে হংকংয়ে পৌঁছাবে।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com