|
টেকসই উদ্ভাবনে আন্তর্জাতিক স্বীকৃতি, এফআইসিসিআই অ্যাওয়ার্ড পেল রবি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() টেকসই উদ্ভাবনে আন্তর্জাতিক স্বীকৃতি, এফআইসিসিআই অ্যাওয়ার্ড পেল রবি সম্প্রতি ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের কাছ থেকে ‘এক্সেলেন্স ইন ডিইআই (ডাইভারসিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন)’ ক্যাটেগরিতে পুরস্কার গ্রহণ করেন রবির চিফ পিপল অফিসার মুহাম্মদ শোয়েব বেগ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন এফআইসিসিআই’র সহ-সভাপতি ইয়াসির আজমান, পরিচালনা পর্ষদের সদস্য মানাবু সুগাওয়ারা, নির্বাহী পরিচালক টি. আই. এম. নূরুল কবির এবং রবির স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্সের মহাব্যবস্থাপক নিয়াজ মোহাম্মদ সিদ্দিকীসহ অন্যান্য অতিথিবৃন্দ। ২০২৪ সালের ১ অক্টোবর রবি চালু করে মাতৃত্ব সহায়তা কর্মসূচি ‘ব্লুম’। এই উদ্যোগের মাধ্যমে দেশের করপোরেট অঙ্গনে মাতৃত্বকালীন সহায়তার ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। কর্মজীবী মায়েদের জন্য আরও সহায়ক, নিশ্চিন্ত ও সমমর্যাদাপূর্ণ কর্মপরিবেশ তৈরি করাই এর মূল লক্ষ্য। ‘ব্লুম’ উদ্যোগের মাধ্যমে রবি সহমর্মিতা, কাজের ধারাবাহিকতা ও পেশাগত উন্নয়নকে একত্র করে একটি সমন্বিত কাঠামো গড়ে তুলেছে। এটি বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তির প্রতি রবির দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন, যেখানে মাতৃত্বকে পেশাগত অগ্রগতির প্রতিবন্ধকতা নয়—বরং এক ক্ষমতায়নমূলক অভিজ্ঞতা হিসেবে দেখা হচ্ছে। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |