|
মাঠেই আহত রোমান, দ্রুত নেওয়া হলো হাসপাতালে
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() মাঠেই আহত রোমান, দ্রুত নেওয়া হলো হাসপাতালে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মওলানা ভাসানী স্টেডিয়ামে তিন ম্যাচের প্লে-অফ সিরিজের প্রথম ম্যাচে চতুর্থ মিনিটে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন রোমান সরকার। নিজেদের বক্সে অতিথে দলের এক খেলোয়াড়ের স্টিকের জোরাল শট লাগে বাংলাদেশ ডিফেন্ডারের মাথায়। এরপর স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে নেওয়া হয় তাকে। প্রথমে সাইডলাইনের পাশে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা বেগতিক দেখে ব্যান্ডেজ করে রোমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১৪ ও ১৬ নভেম্বর মওলানা ভাসানী স্টেডিয়ামে তিন ম্যাচের প্লে-অফ সিরিজ বাকি দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। জয়ী দল বিশ্বকাপের বাছাই খেলার সুযোগ পাবে। গত এশিয়া কাপে ষষ্ঠ হওয়ায় বাংলাদেশকে খেলতে হচ্ছে এই প্লে-অফ সিরিজ। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |