নারীর এক ঘুষিতেই দমে গেল ৩ ছিনতাইকারী! অস্ত্র ফেলে দৌড়
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ২:৪৮ পিএম

 প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

মাগুরার শ্রীপুর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে এক নারী এনজিও কর্মীর স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই করেছে তিন ছিনতাইকারী। 

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে। ধস্তাধস্তির একপর্যায়ে এলাকার লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা একটি অস্ত্র ফেলে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্র্যাক টিকারবিলা শাখার ওই নারী কর্মী মোটরসাইকেলে লাঙ্গলবাঁধ বাজার থেকে আমলসার যাচ্ছিলেন। পথিমধ্যে কোদলা এলাকায় তিন ছিনতাইকারী তার গতিরোধ করে গলার চেইন ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। আশপাশের লোকজন এগিয়ে আসতেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ভুক্তভোগী নারী বলেন, নির্জন রাস্তায় আমাকে একা পেয়ে তিনজন ছিনতাইকারী টাকার ব্যাগ ও স্বর্ণালংকার নিতে চেয়েছিল। আত্মরক্ষার জন্য আমি একজনকে ঘুষি মারি। ধস্তাধস্তির সময় একজনের হাত থেকে পিস্তলটি রাস্তার পাশে ছিটকে পড়ে। আমার চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করেন।

তিনি আরও জানান, ছিনতাইকারীরা তার গলার স্বর্ণের চেইন এবং ১৫–১৬ হাজার টাকা থাকা ব্যাগটি নিয়ে গেছে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ছিনতাইকারীদের ফেলে যাওয়া অস্ত্রটি জব্দ করে পুলিশ।

শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অস্ত্রটি জব্দ করেছে। তবে অস্ত্রটি আসল নাকি নকল এ ব্যাপারে পরীক্ষা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার জন্য অভিযান চলছে।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com