ছাত্রদলের উদ্যোগে হোমনা কলেজে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৮:০৩ পিএম

ছাত্রদলের উদ্যোগে হোমনা কলেজে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প

ছাত্রদলের উদ্যোগে হোমনা কলেজে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প

কুমিল্লার হোমনা উপজেলার হোমনা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে আয়োজন করা হয় এ কর্মসূচি।

শুক্রবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত এ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাকসুদা রিমা। তিনি বলেন, “হোমনা সরকারি কলেজের প্রতিটি শিক্ষার্থীর সুখে–দুঃখে ছাত্রদল সবসময় পাশে থাকবে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম, হোমনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইজুদ্দিন সাজু, কুমিল্লা উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, হোমনা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির নিরব, যুগ্ম আহ্বায়ক শাহপরান, আবুল মুন্সি, ইয়াছিন আরাফাত, এনকে ইয়ামিন (সামি), আল-আমীন, মোহাম্মদ আলী, হোমনা কৃষি ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি আমিনুল হক রাসেল, হোমনা পৌর ছাত্রদলের সাইদুল ইসলাম ও মাহমুদুল হাসান, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাঈম ইসলাম, সভাপতি, হোমনা সরকারি কলেজ ছাত্রদল।সঞ্চালনায় ছিলেন সোহেল রানা অন্তর, সিনিয়র সহ-সভাপতি, হোমনা সরকারি কলেজ ছাত্রদল।




ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com