|
নতুন নেতৃত্বের আহ্বান নিয়ে রাশেদ খানের নির্বাচনী পথচলা
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
|
![]() নতুন নেতৃত্বের আহ্বান নিয়ে রাশেদ খানের নির্বাচনী পথচলা এ উপলক্ষে রোববার (৩০ নভেম্বর) বিকাল থেকে দলটির হরিণাকুণ্ডু উপজেলার ১নং ভায়না ইউনিয়নের আয়োজনে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তের ভিত্তিতে সারাদেশে ঝিনাইদহ-২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। দলীয় সূত্রে জানা গেছে, সারাদেশে মোট ২০০টি আসনে প্রার্থী দিয়েছে গণঅধিকার পরিষদ। তবে নির্বাচনী জোট হলে প্রার্থীর বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও রয়েছে। রাশেদ খান ঝিনাইদহ জেলার পৌরসভার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঝিনাইদহ-২ আসন থেকে দলীয় সিদ্ধান্তে আগামী নির্বাচনে প্রার্থী হয়েছেন। গণসংযোগকালে রাশেদ খান বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত হরিণাকুণ্ডু গড়ার প্রত্যয়ে আমার পথচলা।” তিনি আরও বলেন, “আমি হরিণাকুণ্ডু উপজেলার সকল ভোটারদের কাছে দোয়া চাই। আগামী নির্বাচনে জনগণ সৎ, যোগ্য, মেধাবী ও নতুন নেতৃত্বকে অবশ্যই বেছে নেবে।” ডেল্টা টাইমস্/এম. টুকু মাহমুদ/সিআর/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |