যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৭:৩৬ পিএম আপডেট: ০৯.১১.২০২২ ৮:৩৮ পিএম

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসোর্ট ক্যামিলাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। উত্তর ইংল্যান্ডের ইয়র্ক শহরে এই পরিস্থিতি তৈরি হয়। তবে এরই মধ্যে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। খবর এপির।

প্রতিবেদনে বলা হয়, রাজা ও তার স্ত্রী যখন মিকলগেট বার দিয়ে ইয়র্কে প্রবেশ করছিলেন তখন তাদের দিকে ডিম নিক্ষেপ করা হয়।

প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, নিক্ষেপের সময় বেশ কয়েকটি ডিম মাটিতে ভেঙে পড়ে। তবে কোনো ডিমই এই দম্পতির শরীর সম্পর্শ করেনি।

এসময় পুলিশ কর্মকর্তাদের দেখা যায়, অনেক লোকজনের মধ্যে থেকে একজনকে ধরে নিয়ে আসতে। ব্রিটেনের পিএ সংবাদ সংস্থা জানিয়েছে, গ্রেফতারের সময় ওই ব্যক্তি চিৎকার করে বলতে থাকেন, দাসদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ তৈরি হয়েছে।

এদিকে উপস্থিত লোকদের দেখা যায়, ওই ব্যক্তিকে থামানোর চেষ্টা করছেন। পাশাপাশি তারা বলেন ঈশ্বর রাজাকে রক্ষা করুণ।

চার্লস এবং ক্যামিলা যুক্তরাজ্যের আশেপাশে একাধিক কার্যক্রমে অংশ নিতে ইয়র্ক ভ্রমণ করছেন।

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে দেশটির নতুন রাজা হন তার ছেলে ও সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লস। এরপর তিনি রাজা তৃতীয় চার্লস নামে পরিচিত হন।

নিয়ম অনুযায়ী, উত্তরাধিকারী হিসেবে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই ব্রিটেনের সিংহাসনে আরোহন করেন চার্লস।

এরমধ্য দিয়ে তিনি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডসহ ১৪টি দেশের শীর্ষ নেতা। চার্লসের বর্তমান বয়স ৭৩ বছর।



ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com