জয়ার ফুলে ঘেরা সকাল, ফুটল শীতের রোদ্দুরের হাসি
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() জয়ার ফুলে ঘেরা সকাল, ফুটল শীতের রোদ্দুরের হাসি সাতসকালে মাত্র একটি ছবি, আর তাতেই মুগ্ধতার ঢেউয়ে ভাসছে তার সকল অনুরাগী। নিজেকে ধরা দিলেন রঙিন ফুলের বাগানে, সঙ্গে এক মিষ্টি হাসির ছড়া; পরনে রঙিন শাড়িতে জয়াকে লাগল নজরকাড়া। কানে ভারী গোল সোনালি দুল, হাতে সবুজ রেশমি চুড়ি, ক্যামেরাতে পোজ দিয়ে রীতিমতো ছড়িয়ে দিলেন দ্যুতি। ![]() জয়ার ফুলে ঘেরা সকাল, ফুটল শীতের রোদ্দুরের হাসি পোস্টটি মুহূর্তেই ভাইরাল! মন্তব্যঘরেও ভক্তদের ভালোবাসা-প্রশংসাতে পূর্ণ। কারও মন্তব্য, ‘দারুণ লাগছে’, কারও মন্তব্য, ‘রূপের জাদু ছড়াচ্ছেন’। দেশের গণ্ডি পেরিয়ে জয়ার এখন ওপার বাংলাতেও তার সমান জনপ্রিয়তা, প্রশংসা। অভিনয়ে যেমন তিনি এক শিল্পের গান, দর্শকের কাছেও এক প্রিয় নাম। তবে শুধু পর্দায় নন, ফ্যাশনের মঞ্চেও তার রাজত্ব অবিরাম। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |