বিএনপির সঙ্গে জোটের গুঞ্জন, যা বললেন মামুনুল হক
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() বিএনপির সঙ্গে জোটের গুঞ্জন, যা বললেন মামুনুল হক সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। মাওলানা মামুনুল হক বলেন, নির্বাচন নিয়ে হেফাজতের নিজস্ব কোনো তৎপরতা বা জোট করা হেফাজতের মৌলিক নীতির পরিপন্থী। তবে হেফাজতে রাজনৈতিক-অরাজনৈতিক, দেশপ্রেমিক ব্যক্তিরা আছেন। তারা যার যার রাজনৈতিক বক্তব্য ও এজেন্ডা বাস্তবায়ন করেন। এর সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই, হেফাজত কোনো দায় নেবে না। ভোট নিয়ে হেফাজত আমিরের একটি বক্তব্য প্রসঙ্গে মামুনুল হক বলেন, হেফাজত আমির দেশের একজন শীর্ষ আলেম ও মুরব্বি। তিনি তার মুরব্বির জায়গা থেকে ধর্মীয় নির্দেশনা দিয়ে থাকেন। তবে ধর্মীয় দৃষ্টিতে কাকে ভোট দেওয়া যাবে বা যাবে না-এ বিষয়ে হেফাজতের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ভোটের সময় এ বিষয়ে হেফাজত তার দৃষ্টিভঙ্গি তুলে ধরবে। বিভিন্ন মাজারে হামলা প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেন, বিভিন্ন মাজারে ইসলাম ও সমাজবিরোধী এবং অনৈতিক কর্মকাণ্ড হয় বলে শোনা যায়। এসব কর্মকাণ্ড বন্ধে আমরা সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। তবে হেফাজত আইন হাতে তুলে নেবে না। সংবাদ সম্মেলনে ৫ মে শাপলা চত্বর গণহত্যা দিবস ঘোষণাসহ পাঁচ দফা দাবি জানায় হেফাজতে ইসলাম। দাবিগুলোর মধ্যে রয়েছে- প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের বিধিমালা বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা জারি এবং পবিত্র কোরআন ও ধর্ম অবমাননার বিরুদ্ধে সর্বোচ্চ আইন করা। এছাড়া জুলাই সনদেও ২০১৩ সালের ৫ মে শাপলা গণহত্যাকাণ্ড এবং ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের উল্লেখ রাখার কথা বলেছে সংগঠনটি। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |