শিবির ট্যাগেই চুপ থাকত বুদ্ধিজীবীরা: সাদিক কায়েম
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৫:৪২ পিএম

শিবির ট্যাগেই চুপ থাকত বুদ্ধিজীবীরা: সাদিক কায়েম

শিবির ট্যাগেই চুপ থাকত বুদ্ধিজীবীরা: সাদিক কায়েম

ডাকসুর ভিপি ও ইসলাম ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম বলেছেন, ২০১৩ সালের শাহবাগ আন্দোলন ও কিছু তথাকথিত বুদ্ধিজীবী দেশের স্বৈরশাসন ও ক্ষমতাসীন দলের শাসন দীর্ঘায়িত করতে সহায়তা করেছে।

সোমবার (১৩ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শহীদ ইকরামুল হক সাজিদ স্মৃতি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আবু সাদিক কায়েম বলেন, “মুক্তির জন্য আমরা বিগত ১৬ বছর ধরে লড়াই চালিয়েছি। কিন্তু সমাজের কিছু বুদ্ধিজীবী, শিক্ষক ও সাংবাদিক কৌশলে ক্ষমতাসীন দলের সহায়তায় সমর্থন দেখিয়েছে। শিবির ট্যাগ ব্যবহার করলেই তারা চুপ হয়ে যেত—এটাই ছিল তাদের কৌশল।” 

তিনি আরও উল্লেখ করেন, “এই ট্যাগ ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে নির্যাতন চালানো হয়েছে; এমনকি শিবির বলে ট্যাগ দিয়ে বিশ্বজিৎ হত্যার ঘটনা ঘটেছে। এই হিপোক্রেসি ২০১৩ সালের শাহবাগ ও বুদ্ধিজীবীদের মাধ্যমে ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করেছে।”

ডাকসুর ভিপি বলেন, সাম্প্রতিক গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী, এককভাবে জামায়াত ও শিবিরের শীর্ষ স্থান অর্জন ছিল গুম ও নির্যাতনের ক্ষেত্রে। 

তিনি আরও বলেন, “আমাদের নিজেদের মধ্যে যৌক্তিক আলোচনা ও পর্যালোচনা অব্যাহত রাখা জরুরি। এজন্য বিতর্ক প্রতিযোগিতার আয়োজন গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়গুলো এখনও আমরা সম্পূর্ণ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলতে পারিনি; পাশের নেপাল শিক্ষার ক্ষেত্রে অনেক এগিয়ে। আমাদের বিশ্ববিদ্যালয়ে মেধার চর্চা হওয়া উচিত ছিল, কিন্তু আমরা তা অর্জন করতে পারিনি।”

বিশেষ অতিথি, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ বিলাল হোসাইন বলেন, “বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য হলো ভালো মানুষ তৈরি করা। জ্ঞানভিত্তিক সমাজ ও মানুষ গড়ে তোলা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির এই কাজ চালিয়ে যাবে বলে আমি আশা করি।”

বিতর্কে ইতিহাস বিভাগ চ্যাম্পিয়ন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রানার্স-আপ নির্বাচিত হয়। ফাইনাল বিতর্কে সেরা বিতার্কিক নির্বাচিত হন রুকসানা মিতু।

প্রতিযোগিতায় মোট ২৪টি দল অংশগ্রহণ করে, যেখানে প্রত্যেক টিমে ৩ জন করে বিতার্কিক ছিলেন। বিতর্কটি ট্যাব ফরম্যাটে অনুষ্ঠিত হয় এবং প্রত্যেক দলকে ৩টি রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন শাখা সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ইকরামুল হক সাজিদের বড় বোন ফারজানা হক। 


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com