ওমরাহ করতে গেলেন চিত্রনায়িকা পপি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ২:১৬ পিএম

ওমরাহ করতে গেলেন চিত্রনায়িকা পপি

ওমরাহ করতে গেলেন চিত্রনায়িকা পপি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি করোনার পর থেকে ছিলেন মিডিয়া ও প্রেক্ষাগৃহের বাইরে। দীর্ঘদিন আড়ালে থাকার পর গত ফেব্রুয়ারিতে তিনি জানান, ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে তিনি বিয়ে করেছেন। তাদের সেই সংসারে জন্মেছে পুত্র আয়াত। বর্তমানে তিনি পুরোপুরি সংসার নিয়ে ব্যস্ত।

সম্প্রতি পপি পরিবারসহ ওমরাহ হজ পালনে সৌদি আরব গেছেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা পুরো পরিবার ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।’

অন্যদিকে, গেল শুক্রবার দেশের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পপির অভিনীত নতুন সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। প্রায় ছয় বছর পর প্রেক্ষাগৃহে পপির নতুন কোনো ছবি মুক্তি পেল। তবে সিনেমার প্রচারণায় কোথাও দেখা যায়নি তাকে। এর আগে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘দ্য ডিরেক্টর’।

গত মাসে পপি জানিয়েছিলেন, তিনি প্রযোজক হিসেবে চলচ্চিত্রে ফিরছেন। তবে তার আগে ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তি পাবে এবং তিনি এই সিনেমার প্রচারণায় অংশ নেবেন বলেও জানান। কিন্তু শেষ পর্যন্ত তিনি কোনো প্রচারণায় অংশ নেননি।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com