|
মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনারের সঙ্গে এমবিএফএ’র সৌজন্য সাক্ষাৎ
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনারের সঙ্গে এমবিএফএ’র সৌজন্য সাক্ষাৎ দায়িত্ব গ্রহণের পর গতকাল (শুক্রবার) বিকেল ৩টায় কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। বৈঠকে দুই পক্ষ বাংলাদেশের আন্তর্জাতিক ব্র্যান্ডিং সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় মালয়েশিয়ায় বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও জোরদার করা, বিশেষত সংস্কৃতি, ব্যবসা, শিক্ষা, উদ্ভাবন ও প্রবাসীদের সাফল্যকে বিশ্বমঞ্চে যথাযথভাবে উপস্থাপন করা। হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বলেন, “এমবিএফএ মালয়েশিয়ায় বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে যে কার্যক্রম পরিচালনা করছে তা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে ‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল’ একটি সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে।” এছাড়াও তিনি আশ্বাস দেন যে, মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটির শিশু-কিশোরদেরকে ভাষা ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে এমবিএফএ-এর বাংলা স্কুল “আর্ট, কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম” কার্যক্রমে হাইকমিশনের সহযোগিতা আরও জোরদার করা হবে। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, এই মতবিনিময় ভবিষ্যতে বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্ককে আরও গভীর, ফলপ্রসূ ও দীর্ঘমেয়াদে টেকসই সহযোগিতায় পরিণত করবে। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |