মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনারের সঙ্গে এমবিএফএ’র সৌজন্য সাক্ষাৎ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১১:১৯ এএম

মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনারের সঙ্গে এমবিএফএ’র সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনারের সঙ্গে এমবিএফএ’র সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মঞ্জুরুল করিম খান চৌধুরী। 

দায়িত্ব গ্রহণের পর গতকাল (শুক্রবার) বিকেল ৩টায় কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

বৈঠকে দুই পক্ষ বাংলাদেশের আন্তর্জাতিক ব্র্যান্ডিং সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় মালয়েশিয়ায় বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও জোরদার করা, বিশেষত সংস্কৃতি, ব্যবসা, শিক্ষা, উদ্ভাবন ও প্রবাসীদের সাফল্যকে বিশ্বমঞ্চে যথাযথভাবে উপস্থাপন করা। 
হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বলেন, “এমবিএফএ মালয়েশিয়ায় বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে যে কার্যক্রম পরিচালনা করছে তা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে ‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল’ একটি সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে।” 

এছাড়াও তিনি আশ্বাস দেন যে, মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটির শিশু-কিশোরদেরকে ভাষা ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে এমবিএফএ-এর বাংলা স্কুল “আর্ট, কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম” কার্যক্রমে হাইকমিশনের সহযোগিতা আরও জোরদার করা হবে।

বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, এই মতবিনিময় ভবিষ্যতে বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্ককে আরও গভীর, ফলপ্রসূ ও দীর্ঘমেয়াদে টেকসই সহযোগিতায় পরিণত করবে। 


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com