নির্বাচন ডিউটির প্রশিক্ষণ পেলেন ৪৮ হাজার পুলিশ সদস্য
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১০:৫৮ এএম

নির্বাচন ডিউটির প্রশিক্ষণ পেলেন ৪৮ হাজার পুলিশ সদস্য

নির্বাচন ডিউটির প্রশিক্ষণ পেলেন ৪৮ হাজার পুলিশ সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ৪৮ হাজারের বেশি পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ শেষ করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে এক প্রেস বার্তায় বিষয়টি জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তারা ভোটকেন্দ্র নিরাপত্তা, সংঘাত নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা, গণজমায়েত ব্যবস্থাপনা এবং দ্রুত প্রতিক্রিয়া কৌশল বিষয়ে বিশেষ নির্দেশনা পেয়েছেন। নির্বাচনকালীন দায়িত্ব পালনে শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপরও জোর দেওয়া হয়েছে।

এদিকে সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৫ লাখ ৪৫ হাজারের বেশি আনসার-ভিডিপির সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনী দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত করার আগে আনসার-ভিডিপির সদস্যদের পুলিশের বিশেষ শাখার (এসবি) সহয়তায় ভেরিফিকেশন (যাচাই-বাছাই) প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তাদের প্রশিক্ষণ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রে পুলিশের সহায়তায় শৃঙ্খলা রক্ষা, ব্যালট পরিবহন নিরাপত্তা ও জনগণের নিরাপত্তায় তারা নিয়োজিত থাকবেন।

আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা রক্ষায় পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর যৌথ তত্ত্বাবধানে একটি সমন্বিত পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে বলে জানা গেছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com