|
রূপপুরে আগুন, পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষতি হয়নি
পাবনা প্রতিনিধি:
|
![]() রূপপুরে আগুন, পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষতি হয়নি খবর পেয়ে রূপপুর, গ্রীন সিটি, মডার্ন ও ঈশ্বরদী ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ঈশ্বরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, আগুন কীভাবে লেগেছে তা তদন্তাধীন, তবে মূল রিয়্যাক্টর বা সংবেদনশীল স্থাপনায় কোনো ক্ষতি হয়নি। পরিত্যক্ত কাঠের স্তূপে সীমাবদ্ধ থাকার কারণে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের ধোঁয়া দেখে আশপাশের কর্মীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়ায়, তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। স্থানীয়রা উল্লেখ করেছেন, গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্পের এলাকায় এ ধরনের অগ্নিকাণ্ড নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নির্দেশ করে। তারা আগুনের উৎস অনুসন্ধান ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ডেল্টা টাইমস/মোঃ আবু ওমর/সিআর/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |