দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা: সতর্ক করলো পুলিশ
ডেল্টা টাইমস্ ডেস্ক;
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৭:০২ পিএম

দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা: সতর্ক করলো পুলিশ

দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা: সতর্ক করলো পুলিশ

সম্প্রতি সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রতারক চক্র হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়ে অর্থ দাবির বিষয়ে সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান। 

তিনি জানান, কিছু অসাধু ব্যক্তি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের ছবি ও নাম ব্যবহার করে ভুয়া আইডি খুলছে। এসব আইডি থেকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বিভিন্নজনের কাছে আর্থিক সহায়তা চেয়ে বার্তা পাঠানো হচ্ছে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে প্রতারণার শিকারও হচ্ছেন।

পুলিশ বলেছে, আইডিতে বিশিষ্ট ব্যক্তির ছবি থাকা মানে এই নয় যে মোবাইল নম্বরটি বা অ্যাকাউন্টটি তারই। তাই এ ধরনের বার্তায় সাড়া না দিতে এবং সন্দেহজনক কোনো বার্তা পেলে নিকটস্থ থানায় অথবা পুলিশের সাইবার ইউনিটে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

এআইজি শাহাদাত আরও জানান, প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ। কেউ এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com