আলি আসগর লবির ৫৬ কোটি টাকার সম্পদ, বছরে আয় ২ কোটি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১২:০৬ পিএম

আলি আসগর লবির ৫৬ কোটি টাকার সম্পদ, বছরে আয় ২ কোটি

আলি আসগর লবির ৫৬ কোটি টাকার সম্পদ, বছরে আয় ২ কোটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খুলনা-৫ আসনে ভোটের লড়াইয়ে মাঠে নেমেছেন বিএনপি মনোনীত প্রার্থী বিসিবির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলি আসগর লবি। ২০০১ সালে তিনি খুলনা-২ আসনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার তিনি বিএনপির মনোনয়ন নিয়ে খুলনা-৫ আসনে নির্বাচন করছেন।

রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন মনোনয়নপত্র এবং যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনটিতে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার ও বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল কাইউম জমাদ্দার। এই নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিয়েছেন তাদের হলফনামা।  
 
রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় দেখানো হয়েছে আলি আসগর লবির সম্পদের পরিমাণ ৫৬ কোটি ৬৪ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা। তার বার্ষিক আয় ২ কোটি ৪৫ লাখ ১৫ হাজার ৬১০ টাকা।  

বিএনপি’র প্রার্থী আলি আসগর লবির শিক্ষাগত যোগ্যতা স্নাতক, পেশা ব্যবসা। তার বিরুদ্ধে খুলনা ও ঢাকায় দায়ের করা ৬টি মামলায় খালাস, প্রত্যাহার ও কার্যক্রম স্থগিত রয়েছে। তার বর্তমান মূল্যে ৫২ কোটি টাকার অস্থাবর রয়েছে। এরমধ্যে নগদ ১ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৩৮৩ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৬ কোটি ৯১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা, পোস্টাল, সেভিং সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ ৪০ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকা, ২ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ২৪ টাকার মোটরযান, ৩০ হাজার টাকার স্বর্ণ, ১২ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী, ৩৫ লাখ ৩০ হাজার টাকা মূল্যের আসবাবপত্র, ২ লাখ টাকার আগ্নেয়াস্ত্র রয়েছে।

হলফনামা পর্যালোচনা করে আরও দেখা যায়, বর্তমান মূল্যে ৪ কোটি ৬৪ লাখ ৫৮ হাজার ২৫০ টাকার স্থাবর সম্পদ রয়েছে বিএনপি প্রার্থী আলি আসগর লবির। এরমধ্যে অর্জনকালীন মূল্যে ৪ লাখ ২৫ হাজার টাকার অকৃষি জমি ও ৪ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ২৫০ টাকার বাড়ির কথা উল্লেখ করেছেন তিনি। তার বর্তমান মূল্যে স্ত্রীর ৩ কোটি টাকার অস্থাবর এবং ৬ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৬১১ টাকার সম্পদ রয়েছে। তার ১৩ কোটি ৭১ লাখ টাকার দায় রয়েছে এবং তার স্ত্রীর দায়ের পরিমাণ ২৫ লাখ ৯০ হাজার টাকা। ২০০১ সালে খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী হয়ে আলি আসগর সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিশ্রুতি হিসেবে আর্জন সমূহ বৈকালীতে খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও ২০০৪ সালে রূপসা সেতুর উদ্বোধন করা হয়েছে। খুলনায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর তৈরি করাও তার প্রতিশ্রুতি ছিল। 


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]