গাঁজাসহ আটক ইবি ছাত্রলীগ কর্মী
ইবি প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১০ জুন, ২০২২, ৬:৩৭ পিএম

গাঁজাসহ আটক ইবি ছাত্রলীগ কর্মী

গাঁজাসহ আটক ইবি ছাত্রলীগ কর্মী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাঁজাসহ দুইজন ছাত্রলীগ কর্মীকে আটক করেছে ইবি থানা পুলিশ। আটককৃতরা হলেন, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের তনু আহমেদ এবং একই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গুলহার মাসুদ রানা (রিফাত)। আটককৃত তনু বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক ও উভয়ই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী।

জানা যায়, শুক্রবার (১০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক সংলগ্ন এলাকা থেকে ওই দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইবি থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক ব্যানার্জী। তিনি জানান, ২৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের থানায় জিজ্ঞাসা বাদের জন্য নেওয়া হয়েছে।

প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ সূত্রে, তারা স্থানীয় মাদক ব্যবসায়ী বাবুলের কাছ থেকে মাদক সংগ্রহ করে। ২৫ গ্রাম মাদকসহ তাদের আটক করা হয়। তবে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ইবি থানার (ভারপ্রাপ্ত) ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সামনের দিনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ওই দুই শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে থেকে ধরা হয়েছে। আইনে যেভাবে আছে আমরা সেভাবে ব্যবস্থা গ্রহণ করবো। আমার কাছে তার বিষয়ে কিছু সুপারিশ এসেছে ছেড়ে দেওয়ার জন্য। আমি বলেছি মাদকের বিষয়ে কোনো ছাড় নেই।



ডেল্টা টাইমস্/আর এম রিফাত/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com