গার্ডার দুর্ঘটনায় ১২ কারণ চিহ্নিত করেছে তদন্ত কমিটি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() গার্ডার দুর্ঘটনায় ১২ কারণ চিহ্নিত করেছে তদন্ত কমিটি রোববার (০৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিআরটি প্রকল্পের গার্ডার দুর্ঘটনার তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সচিব বলেন, ছুটির দিনে কাউকে না জানিয়ে প্রকল্পের কাজ শুরু করা হয়। ওই দিন কাজ করার অনুমতি ছিল না। দিনের বেলায় সেদিনই প্রথম কাজ করে। দিনের বেলা কাজ করার অনুমতি নেই। রাত ৮টার পর কাজ শুরুর কথা। ক্রেনটি সহকারীকে দিয়ে পরিচালনা করা হচ্ছিল। অসমতল জায়গায় কাজ করছিল। ক্রেনটির ডিজিটাল মনিটর ছিল না। অনুমতিও ছিল না। ভারী কাজ করার সময় ট্রাফিক ম্যানেজমেন্ট কাজে কেউ ছিল না। সেফটি ম্যানেজমেন্ট ছিল না। যারা কাজ করতে এসেছিলেন তারা অনুমোদিত ছিলেন না। আমিন উল্লাহ নুরী আরও বলেন, ওই দিনের দুর্ঘটনার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান সিজিজিসি দায়ী। তাদের অবহেলার কারণে দুর্ঘটনা ঘটেছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। গত ১৫ আগস্ট বিকেলে উত্তরা জসীম উদ্দীন রোডের মাথায় প্যারাডাইস টাওয়ারের সামনে বিআরটি প্রকল্পের একটি বক্সগার্ডার ট্রেইলারে তোলার সময় ভারসাম্য হারায় ক্রেন। বিপুল ওজনের কংক্রিটের গার্ডারটি টঙ্গীমুখী সড়কে চলমান একটি প্রাইভেট কারের ওপর পড়ে। ভারী গার্ডারের চাপে চ্যাপ্টা হয়ে যায় প্রাইভেট কারটি। এতে প্রাইভেট কারের ভেতরেই মৃত্যু হয় পাঁচজনের। ডেল্টা টাইমস্/সিআর/এমকে
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |