নিজের পরিশ্রমের জোরে এখানে পৌঁছেছি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() নিজের পরিশ্রমের জোরে এখানে পৌঁছেছি নোরা বলেন, ‘একসময় এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম স্রেফ মাধুরী দীক্ষিতকে কাছ থেকে দেখব বলে। কিন্তু আমার কপাল খারাপ—সেবার তিনি বিচারক ছিলেন না। কিন্তু সময়ের পরিক্রমায় এখন তাঁরই পাশেই আমি বিচারকের ভূমিকায়। সত্যি বলতে আমার এখনো বিশ্বাসই হচ্ছে না। করণ জোহর, মাধুরী ম্যামের সিনেমা দেখে বড় হয়েছি। আজ তাঁদের সঙ্গে এক আসনে।’ ভারতে আসার পর নোরার এ অর্জনে গর্বিত নোরার পরিবার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কানাডা থেকে এসে যা করেছি, সে জন্য আমার পরিবার, বন্ধুবান্ধব আমাকে নিয়ে গর্বিত। বলিউডে আমার কোনো গডফাদার ছিল না। বহিরাগত হওয়ায় কাউকেই চিনতাম না। আত্মবিশ্বাস ও নিজের পরিশ্রমের জোরে এখানে পৌঁছেছি। ডেল্টা টাইমস্/সিআর/এমকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |