‘কিল হিম’ সিনেমায় কত পারিশ্রমিক পাচ্ছেন অনন্ত-বর্ষা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ‘কিল হিম’ সিনেমায় কত পারিশ্রমিক পাচ্ছেন অনন্ত-বর্ষা শনিবার (৩ সেপ্টেম্বর) এফডিসিতে অনুষ্ঠিত ছবির মহরতে জানা গেল, অনন্ত জলিল ‘কিল হিম’ ছবির নায়ক হিসেবে পাবেন ৪০ লাখ টাকা। নায়িকা বর্ষা পাবেন ১০ লাখ। তাদের হাতে এদিন আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেন প্রযোজক ও পরিচালক ইকবাল। অনুষ্ঠানে ঢাকাই সিনেমার ইতিহাসে ৪০ লাখ টাকা পারিশ্রমিক পাওয়ার রেকর্ড কোনো নায়কের, এ তথ্যও নিশ্চিত করলেন পরিচালক ইকবাল। ‘কিল হিম’ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করবেন দেশের জনপ্রিয় দুই তারকা রুবেল ও মিশা সওদাগর। এতে ভিলেন হিসেবে দেখা যাবে বলিউডের রাহুল দেবকে। বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার মনোরম লোকেশনে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে অক্টোবরে। আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘কিল হিম’। ডেল্টা টাইমস্/সিআর/এমকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |