জামাল-সাবিনাদের সঙ্গে যুবারাও
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৮ পিএম

জামাল-সাবিনাদের সঙ্গে যুবারাও

জামাল-সাবিনাদের সঙ্গে যুবারাও

বাংলাদেশ ফুটবলের জন্য ব্যস্ত একটি মাস সেপ্টেম্বর। জাতীয় পুরুষ, জাতীয় নারীসহ চারটি দলের রয়েছে আন্তর্জাতিক ব্যস্ততা। সোমবার থেকে শুরু হয়ে এই ব্যস্ততা চলবে মাসব্যাপী।

বয়সভিত্তিক এই সাফের টুর্নামেন্ট শুরু হচ্ছে সোমবার শ্রীলংকার রাজধানী কলম্বোয়। বাংলাদেশসহ ৬টি দেশ অংশ নেবে এই টুর্নামেন্টে। বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলছে শ্রীলংকা ও মালদ্বীপের বিপক্ষে। ‘বি’ গ্রুপের তিন দল নেপাল, ভারত ও ভুটান।

কিশোরদের সাফ শুরুর পরদিন নেপালের রাজধানী কাঠমান্ডুতে পর্দা উঠছে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের। সাতটি দেশ দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে ভারত, পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে। ‘বি’ গ্রুপের তিন দল নেপাল, ভুটান ও শ্রীলংকা।

নেপাল ও শ্রীলংকার টুর্নামেন্ট চলাকালীন বাহরাইনে হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই। বাহরাইনে ‘বি’ গ্রুপের খেলা হবে ১০ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশের সঙ্গে এই গ্রুপে রয়েছে কাতার, নেপাল, ভুটান ও স্বাগতিক বাহরাইন।

যুবাদের ও সাবিনাদের অ্যাসাইনমেন্টের মাসে আছে জামাল ভূঁইয়াদেরও খেলা। সেপ্টেম্বরেই বাংলাদেশ জাতীয় ফুটবল দল খেলবে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। এরপর নেপাল গিয়ে হিমালয়ের দেশটির বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।


ডেল্টা টাইমস্/সিআর/এমকে



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com