ইবিতে আদিবাসী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিততের দাবিতে মানববন্ধন
ইবি প্রতিনিধি:
প্রকাশ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৬:০৮ পিএম আপডেট: ০৪.০৯.২০২২ ৬:১২ পিএম

ইবিতে  আদিবাসী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিততের দাবিতে মানববন্ধন

ইবিতে আদিবাসী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিততের দাবিতে মানববন্ধন

শতভাগ আবাসিক ক্যাম্পাস, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গোপনে ইবি শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণকারী বখাটের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীরা।

রোববার (৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন  অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক মিলন জ্যোতি চাকমার সঞ্চালনায় উপস্থিত ছিলেন জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সভাপতি বিশাল চাকমা, সাধারণ সম্পাদক অংসিংমং মারমা, সমতল আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি বিনয় লিন্ডা, সাধারণ সম্পাদক স্বপন টপ্য। এসময় ছাত্র ইউনিয়ন ইবি শাখার জয়েন্ট সেক্রেটারি সুইট ও সমাজ তান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য মুস্তাসিম জুবায়ের জয়সহ অর্ধশতাধিক আদিবাসীর শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিষ্ঠার ৪৩ বছরেও আবাসন সংকট দূর করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে ক্যাম্পাসের বাহিরে অবস্থান করতে হচ্ছে। এতে প্রতিনিয়ত স্থানীয় বখাটে কর্তৃক হেনস্তার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। প্রশাসনকে বললেও তারা বার বার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যার্থ হয়েছে। আমরা এ অবস্থা থেকে উত্তরণ চাই। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের কাছে শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। একই সাথে ক্যাম্পাসের বাইরে সহ সকল স্থানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা তিনদফা দাবি সম্বলিত স্মারক লিপি ভিসি বরাবর প্রদান করেন।


ডেল্টা টাইমস্/আর এম রিফাত/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com