নওগাঁয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা
নওগাঁ প্রতিনিধি:
|
নওগাঁয় জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের আয়োজনে এর কর্মশালার আয়োজন করে। জেলা প্রশাসক হারুন অর রশীদএর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ শাহ নেওয়াজ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনজুর এ মোর্শেদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-অল-রশীদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মাদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বক্তব্য রাখেন। এতে জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসকগণ অংশ গ্রহণ করেন। ডেল্টা টাইমস্/তরিকুল ইসলাম জেন্টু/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |