ছেলেদের স্কুলে নারী শিক্ষকদের প্রবেশ নিষিদ্ধ করল তালেবান
ডেল্টা টাইমস্ ডেস্ক :
প্রকাশ: রবিবার, ৩ অক্টোবর, ২০২১, ৮:১৮ পিএম

এবার ছেলেদের স্কুলগুলোতে নারী শিক্ষকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবানের সরকারের শিক্ষা মন্ত্রণালয়।  এতে অনিশ্চয়তার মধ্যে পড়েছে দেশটির নারী শিক্ষকদের ভবিষ্যত। আফগানিস্তানের একটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এ ব্যাপারে কাবুলের গোলাম হায়দার খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আজিজা বলেন, আমি ৩৩ বছর ধরে বাচ্চাদের রয়াসন পড়িয়েছি। এখন বাড়িতে বসে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছি। 

   ছবি : প্রতীকী

ছবি : প্রতীকী

ওই স্কুলের প্রিন্সিপাল আসাদুল্লা কোহিস্তানি জানান,  তালেবান সরকার শিক্ষিকাদের স্কুলে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাই শিক্ষিকারা স্কুলে আসছেন না। স্কুলে শিক্ষক সংকট দেখা দিয়েছে।

শিক্ষিকারা স্কুলে না আসায় শিক্ষার্থীরাও উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আমাদের অনেক সমস্যা হচ্ছে। সংকটের কারণে পুরুষ শিক্ষকরা সব ক্লাসে পড়তে পারছেন না। 

এ ব্যাপারে তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য নূর মোহাম্মদ মুতাওয়াকিল জানান, সরকার নারী শিক্ষক ও শিক্ষার্থীদের স্কুলে ফেরার ব্যাপারে একটা সমাধানে আসতে আলোচনা চালিয়ে যাচ্ছে।
তবে তালেবানের শিক্ষা মন্ত্রণালয় কবে থেকে নারী শিক্ষকদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

এর আগে, গত মাসে আফগানিস্তানে তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে  শিক্ষক ও ছেলে শিক্ষার্থীরাই স্কুলে আসার ব্যাপারে নির্দেশনা জারি করে। তবে ওই নির্দেশনায় মেয়ে শিক্ষার্থীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। 



ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com