|
৩য় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত প্রভাষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
|
|
৩য় গণবিজ্ঞপ্তিতে প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত আজাদুর রহমান (৩২) মারা গেছেন। ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) তিনি মৃত্যুবরণ করেন। আজাদুর নওগাঁ জেলার সদর উপজেলার গোয়ালি গ্রামের আতাউর রহমান ও আঞ্জুয়ারা দম্পতির সন্তান। ![]() ৩য় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত প্রভাষকের মৃত্যু আজাদুরের ঘনিষ্ট মুজাহিদুল ইসলাম দৈনিক ডেল্টা টাইমস্ কে বলেন, আজাদুর রহমান তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। ২৮ ডিসেম্বর তিনি শ্বশুর বাড়ি থেকে পুলিশ ভেরিফিকেশনে অংশ নিতে নওগাঁ সদরে আসেন। অফিসিয়াল কাজ শেষে তিনি শারিরীক অসুস্থতাবোধ করেন। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান। তার পারিবারিকসূত্রে জানা গেছে, আজাদুর রহমান কিডনী সমস্যায় ভুগছিলেন। চাকরিতে যোগদানের পর উন্নত চিকিৎসা করাবেন বলেও ভেবে রেখেছিলেন আজাদুর। কিন্তু, সে আশা আর পূরণ হলোনা। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার এলাকার এক শিক্ষক বলেন, শিক্ষকতার প্রতি গভীর টান ছিল আজাদুরের। ৫ মাস আগে রেজাল্ট হলেও পুলিশ ভেরিফিকেশনের দীর্ঘসূত্রিতায় তার যোগদানের স্বপ্ন পূরণ হলোনা। উল্লেখ্য, আজাদুর রহমান দশম শিক্ষক নিবন্ধন সনদের মাধ্যমে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন করে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর টেকনিক্যাল এন্ড বি এম কলেজে প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। ডেল্টা টাইমস্/জাহিদ হাসান/সিআর/জেড এইচ
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |