দুর্ধর্ষ ব্যাংক ডাকাতি, দৃশ্য ধরা পড়লো সিসি ক্যামেরায় (ভিডিও)
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
ভারতের মুম্বাই শহরে ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার দহিসার শাখায় ঘটেছে ওই দুর্ধর্ষ ডাকাতি। ডাকাতরা ব্যাংকের একজন কর্মীকে গুলি করে হত্যা করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এনডিটিভির ওই প্রতিবেদনে ব্যাংক কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, নিহত ব্যক্তি ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। মাত্র দুইজন ডাকাত পুরো ঘটনা ঘটিয়েছে। ডাকাতির পর তারা পালিয়েও গেছে। ব্যাংক ডাকাতির সেই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ওই ভিডিওতে দেখা যায়, ব্যাংকের ভেতরে রয়েছে মাস্ক পরা দু'জন ডাকাত। তারা ভেতরেই ঘোরাফেরা করছে। তাদের একজন ব্যাংককর্মীদের দিকে পিস্তল তাক করে রেখেছে এবং অন্যজন ডেস্কের কাছে গিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। পুলিশ বলছে, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। ডাকাতির ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ভিডিওটি দেখুন... ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |