লু তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে জানতে চেয়েছেন: আইনমন্ত্রী
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() লু তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে জানতে চেয়েছেন: আইনমন্ত্রী বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনিসুল হক বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে জানতে চেয়েছিলেন ডোনাল্ড লু। তাকে জানানো হয়- সংবিধান পরিবর্তন করে উচ্চ আদালতে সেটা বাতিল হয়েছে।’ আইনমন্ত্রী বলেন, ‘মানবাধিকারের দিক থেকে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে। তাই র্যাব সদস্যদের ওপর নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা আসবে না। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ হোক।’ মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত আনার বিষয়ে কথা বলা হয়েছে। এজন্য যথাযথ জায়গায় দৃষ্টি আকর্ষণের পরামর্শ দিয়েছেন ডোনাল্ড লু।’ এসময় সাংবাদিকরা জানতে চান ব্রাহ্মণবাড়িয়া আদালতে বিচারকের সঙ্গে আইনজীবীদের অশোভন আচরণের বিষয় নিয়ে। জবাবে মন্ত্রী বলেন, ‘সমস্যার সমাধান না হলেও প্রশমিত হয়েছে। বার ও বেঞ্চের মধ্যে সম্পর্ক ভাই-বোনের মতো। ভাই-বোনের মধ্যেও সমস্যা হয়। আবার ঠিক হয়ে যায়। এরকম বিবাদ হতে পারে। আদালতে এমন হয়ে থাকে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বিএনপিকে ঘায়েল করার জন্য কোনো পদক্ষেপ নিইনি। রাজপথে জনগণের মাল রক্ষায় ব্যবস্থা নেওয়া হয়েছে।’ ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |