দেশ আবারও সাম্প্রদায়িকতার ছোবলে: কাদের
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৫:১০ পিএম আপডেট: ১৮.০১.২০২৩ ৫:২২ পিএম

দেশ আবারও সাম্প্রদায়িকতার ছোবলে: কাদের

দেশ আবারও সাম্প্রদায়িকতার ছোবলে: কাদের

দেশ আবারও সাম্প্রদায়িকতার ছোবলে আক্রান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের হিংস্র থাবা দৃশ্যমান হচ্ছে। তাদের যেকোনো মূল্যে রুখতে হবে। এই অপশক্তিকে রুখতে হলে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বুধবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত লোকজ উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ‘আমাদের দেশ সত্যি সত্যি একটা গভীর ষড়যন্ত্রের মধ্যে। আমাদের দেশ আবারও সাম্প্রদায়িকতার ছোবলে আক্রান্ত। যারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছে, তাদের প্রশ্রয়ে আজ আবারও হিংস্র থাবা দৃশ্যমান।

‘এখানে রাজনীতির পাশাপাশি সংস্কৃতিরও একটা ভূমিকা আছে। জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা আমাদের চিরায়ত সংস্কৃতির শত্রু। এই শত্রু অভিন্ন। এরা স্বাধীনতার দুশমন, মুক্তিযুদ্ধের দুশমন। এদের চেতনায়, এদের হৃদয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা নেই, মুক্তিযুদ্ধের চেতনা নেই। এদের হৃদয়ে বাংলাদেশ নেই।’

কাদের বলেন, ‘যেকোনো মূল্যে এদের রুখতে হবে। আজ দৃশ্যত বাঙালিত্বের, বাঙালিয়ানা, বাঙালি সংস্কৃতির বিশ্বস্ত ঠিকানা শেখ হাসিনা। তিনিই আজ আমাদের আশার ঠিকানা। আজ সময় এসেছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে শক্তিশালী করার।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘অসুস্থ রাজনীতি করতে করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীররা নিজেরাই অসুস্থ হয়ে পড়েছেন।’

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে মেলায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান, স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাসহ অনেকে।




ডেল্টা টাইমস্/গিয়াস কামাল/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com