নান্দাইলে বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় শোক দিবস পালন
ময়মনসিংহ প্রতিনিধি
|
![]() . স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলা শাখার বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনের নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শোকর্যালি বের হয়। র্যালিটি পুরাতন বাসস্ট্যান্ড শহীদ মিনার হয়ে পূনরায় উপজেলা চত্ত্বরে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়। পরে দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে নান্দাইল উপজেলা পরিষদের সামনে কাঙ্গালী ভোজের আয়োজন করেন তারা। হতদরিদ্র মানুষের মাঝে এই কাঙ্গালী ভোজ বিতরণ করা হয়। কাঙ্গালী ভোজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের নান্দাইল উপজেলা শাখার সভাপতি মো. আ. কাইয়ুম মন্ডল, সহ-সভাপতি নাজমুল হক খোকন, সহ-সভাপতি মো. আসাদুজ্জামান নূর, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হীরা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, মো. হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফকির, সহ সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মো. হান্নান, দপ্তর সম্পাদক মো. বাচ্চু মিয়া, সহ-দপ্তর সম্পাদক আনিছুল ইসলাম সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার কবীর ভূঁইয়া, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আশরাফুল ইসলাম কাইয়ুম, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মুসলেম উদ্দিন রবিন, মহিলা সম্পাদক ফেরদৌসি আক্তার সুমি, ধর্ম সম্পাদক হাফেজ মো. আল-আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মাহাবুব আলম, মো. শাহজাহান, কিতাব আলী, মো. সোহাগ প্রমুখ। ডেল্টা টাইমস/সারোয়ার জাহান রাজিব/সিআর/একে
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |