নাগরপুরে জাতীয় শোক দিবস পালিত
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
|
![]() নাগরপুরে জাতীয় শোক দিবস পালিত মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর প্রেসক্লাবসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও নাগরপুর প্রেসক্লাব পৃথক পৃথক ভাবে র্যালি, দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন। নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়ার সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর প্রেস ক্লাবের প্রধান উপদেষ্ঠা ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এসময় নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মন্টু মিয়া, নাগরপুর থানার ওসি (তদন্ত) মো. জাহিদ হাসান, ইউপি চেয়ারম্যান মো. আবু বকর, সি. সাংবাদিক মো. আমজাদ হোসেন রতনসহ নাগরপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে গরীব দুখিদের মাঝে খাবার বিতরণ করা হয়। প্রেসক্লাবের আলোচনা সভা শেষে প্রধান অতিথি আহসানুল ইসলাম টিটু উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় যোগদান করেন। এছাড়াও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও মহিলা আওয়ামীগের জাতীয় শোক সভায় অংশ গ্রহণ করেন স্থানীয় এমপি আহসানুল ইসলাম টিটু। অপর দিকে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক র্যালী বের হয়ে উপজেলা সদর বাজার প্রদক্ষিণ শেষে যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর স ালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মতিউর রহমান মতি, বাবু গোপাল চন্দ্র সাহা, যুগ্ন-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন প্রমূখ। এসময় পৃথক পৃথক আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডেল্টা টাইমস্/মো. আমজাদ হোসেন রতন/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |