তাডাশে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
|
![]() তাডাশে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা মঙ্গলবার( ১২সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সোহেল রানা সভাপতিত্ব করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, পৌর মেয়র আব্দুর রাজ্জাক,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিঞা, তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম। বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা,তাড়াশ প্রেস ক্লাবের সভাপতি এম, আতিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক শামীউল হক শামীম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী, এনজিও কর্মীসহ গণমাধ্যমের কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। ডেল্টা টাইমস/ফারুক/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |