ঢাকা কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা কলেজ প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ৩:১০ পিএম

ঢাকা কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা কলেজের পুকুরে পানিতে ডুবে রাশেদুল হাসান ইমন (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে বনশ্রী আইডিয়াল স্কুল থেকে এবার এসএসসি পাস করেছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হুদা ও নুরে আল কাউসার বলেন, আমরা ঢাকা কলেজের মাঠে ফুটবল খেলছিলাম। ওই সময়ে মৃতের ২-৩ জন বন্ধু এসে জানায়, ইমন নামে তাদের এক বন্ধু পুকুরে ডুবে গেছে, পরে আমরা কয়েকজন পুকুর থেকে খোঁজাখুঁজি করে উদ্ধার করে তাকে রাত সাতটার দিকে ঢামেক জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ শাহ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মৃত রাশেদুল হাসান ও তার আরও চার বন্ধুসহ পাঁচজন নীলক্ষেত মার্কেটে বই কিনতে এসেছিল। বই কেনা শেষে তারা ঢাকা কলেজের পুকুরপাড় ঘুরতে যায়। সে সময়ে রাশেদুল হাসান পুকুরের পানিতে পা ধুতে গিয়ে পড়ে  ডুবে যায়। পরে সেখান থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে‌ বলে জানান এসআই।

সংবাদ পেয়ে ছুটে আসেন নিহতের বড় ভাই মাহমুদুল হাসান। তিনি বলেন, ঢাকা  কলেজের পুকুরে ওইখানে কী জন্য গিয়েছিল কিছুই জানি না। হাসপাতালে এসে ছোট ভাইকে মৃত অবস্থায় দেখতে পাই।

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মো. শহিদুল্লাহর ছেলে ইমন। বর্তমানে রামপুরায় বনশ্রী এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন।



ডেল্টা টাইমস্/ হুমায়ুন কবির/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com