|
পরিবহন মালিক সমিতি
হরতালে যান চলাচল স্বাভাবিক থাকবে
নিজস্ব প্রতিবেদক:
|
![]() হরতালে যান চলাচল স্বাভাবিক থাকবে শনিবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত একটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। তিনি বলেন, বিএনপি-জামায়াতের ডাকা রোববার (১৯ নভেম্বর) ও সোমবার (২০ নভেম্বর) হরতাল-অবরোধে ঢাকাসহ সারাদেশে পণ্য ও যাত্রীবাহী পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে। খন্দকার এনায়েত উল্যাহ জানান, হরতাল-অবরোধে সারাদেশে ১২০টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাঙচুর করা হয়েছে ২২৫টি গাড়ি। তিনি বলেন, আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ কোনোভাবেই বরদাস্ত করা যায় না। হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ আগের ন্যায় এবারও দেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা। এর আগে সরকারের পদত্যাগের একদফা দাবি এবং তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতালের ঘোষণা দেয় বিএনপি। গত বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |