|
চট্টগ্রামে বিমানের সিটের নিচে কোটি টাকার স্বর্ণের বার
চট্টগ্রাম প্রতিনিধি:
|
![]() চট্টগ্রামে বিমানের সিটের নিচে কোটি টাকার স্বর্ণের বার বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি টিম স্বর্ণের ওই চালানটি জব্দ করে। তবে এ ঘটনায় স্বর্ণ চোরাচালানে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল মতিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে আরব আমিরাতের শারজাহ বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানতে পৌঁছে। পরে বিমানটি তল্লাশির সময় কাস্টমসের গোয়েন্দারা একটি সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো দুটি প্যাকেট পান। পরে সেগুলো কাস্টমস ব্যাগেজ কাউন্টারে বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে খোলা হয়। একপর্যায়ে প্যাকেট দুটি থেকে ৪ হাজার ৪২০ গ্রাম ওজনের ৩৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের বারগুলোর বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে সেগুলো চট্টগ্রামে কাস্টমস হাউসে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের এই কর্মকর্তা। ডেল্টা টাইমস/দিদারুল/সিআর
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |