কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা
কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৩:৩৯ পিএম

কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা

কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা

আজ ৬ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় কুড়িগ্রাম জেলা। দিবসটি উদযাপন উপলক্ষ্যে ৬ ডিসেম্বর সকালে স্বাধীনতা বিজয় স্তম্ভে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষথেকে স্বাধীনতা সংগ্রামে সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

জেলা প্রশাসন কুড়িগ্রামের আয়োজনে দিনের শুরুতে স্বাধীনতার বিজয় স্তম্ভে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। শ্রদ্ধা নিবেদন করেন কুড়িগ্রাম জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র/ছাত্রী, সাংবাদিকবৃন্দ সহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পুলিশের সুসজ্জিত বাদক দলের স্বতঃস্ফূর্ত  অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী কুড়িগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে স্বাধীনতা বিজয় স্তম্ভ প্রাঙ্গনে কুড়িগ্রাম জেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ কুড়িগ্রাম জেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীর প্রতীক, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম টুকু, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন, পিপি এসএম আব্রাহাম লিংকন, বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্ত্তী, জেলা আনসারের সহকারী কমান্ডেন্ট মোঃ ইবনুল হক সহ কুড়িগ্রাম জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

কুড়িগ্রাম জেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে বিভিন্ন আনুষ্ঠানিকতায় জেলা পুলিশের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।


ডেল্টা টাইমস্/মো. জাহিদ/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com