সরিষাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৪:৩০ পিএম

সরিষাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

সরিষাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাটারিচালিক-অটোরিকশার ধাক্কায় আমির উদ্দিন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (৬ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া এলাকায় সরিষাবাড়ী-ভুয়াপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির উদ্দিন পিংনা ইউনিয়নের রাধানগর এলাকার মরহুম আবুল হোসেনের ছেলে।

জানা গেছে, বুধবার ভোর রাতে নরপাড়া এলাকা থেকে বাড়ি ফিরতে পায়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এসময় পেছন থেকে একটি ব্যাটারিচালিত-অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তার পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

পিংনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, আমির হোসেন যখন রাস্তা পার হচ্ছিলেন তখন পেছন থেকে একটি ব্যাটারিচালিত-অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বুধবার সকালে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক সরোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com