পাকিস্তানে সেনা ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩
ডেল্টা টাইমস ডেস্ক :
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৩:৫১ পিএম

পাকিস্তানে সেনা ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩

পাকিস্তানে সেনা ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩

পাকিস্তানে ঘটল আত্মঘাতী বোমা বিস্ফোরণ। হামলায় নিহত কমপক্ষে ২৩ জন এবং আহত একাধিক। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কর্মকর্তা রয়টার্সকে জানান, আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুন খোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি ঘাঁটি লক্ষ্য করে ভোরে এ হামলা চালানো হয়। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।   


হামলার শিকার এই পুলিশ স্টেশনটি পাকিস্তানের সামরিক বাহিনী ঘাঁটি হিসেবে ব্যবহার করতো। মঙ্গলবার (১২ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।
হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের অন্যতম সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-জিহাদ। সূত্রের খবর, জঙ্গিরা একটি বিস্ফোরক বোঝাই গাড়ি থানার গেটের সামনে দাঁড় করিয়ে রেখে গুলি চালাতে শুরু করে।

পুলিশ সূত্রে খবর, খাইবার পাখতুনখোয়ার প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকার থানায় ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। জঙ্গিদের নিকেশ করতে পাল্টা আক্রমণ শুরু করে পাক নিরাপত্তা কর্মীরা।

এর আগে জানুয়ারি মাসে পেশোয়ারে একটি মসজিদ লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই আত্মঘাতী হামলায় মৃত্যু হয়েছিল ১০১ জনের। জুলাই মাসেও পুলিশকে নিশানা করে আত্মঘাতী হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেবার উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি থানা এবং পুলিশ আধিকারিকদের সরকারি বাসভবনে পরপর দুটি আত্মঘাতী হামলা হয়। সেবার তিন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়।


ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com