|
বাংলাদেশের সিনেমা ১০০ কোটির ক্লাবে পা রাখবে: শাকিব
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() বাংলাদেশের সিনেমা ১০০ কোটির ক্লাবে পা রাখবে: শাকিব সেদিক থেকে ঢালিউড বেশ পিছিয়ে আছেই বলা যায়। সর্বশেষ গত ঈদে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা বিশ্বব্যাপী প্রায় ৩০ কোটি টাকার ব্যবসা করেছে বলে শোনা যায়। ঢালিউডে বিগত বছরগুলোর হিসেবে এটাকেই সর্বোচ্চ আয়ের সিনেমা ধরা হয়। তবে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান মনে করেন, অচিরেই বাংলাদেশি সিনেমা ১০০ কোটি টাকার ব্যবসা করবে। সম্প্রতি এই নায়ককে নিয়ে বড় পরিসরে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ও ভারতের তিনটি প্রযোজনা সংস্থা। চরকি, আলফা আই এবং এসভিএফ- এর ব্যানারে নির্মিত হবে তুফান। শাকিব খানকে নিয়ে নির্মিতব্য এই সিনেমাটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন সুড়ঙ্গ খ্যাত নির্মাতা রায়হান রাফী! সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তুফান এর ঘোষণা দিয়েই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন শাকিব খান! ওই অনুষ্ঠানেই শাকিব খান জানালেন, শিগগিরই বাংলাদেশের সিনেমা ১০০ কোটির ক্লাবে পা রাখবে। শাকিব বলেন, ‘তুফান’ এর মাধ্যমে বাংলাদেশের অন্যতম দুই প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আইয়ের সাথে কলকাতার এসভিএফ একসাথে হয়েছে- হয়তো অচিরেই আমরাও বলতে পারবো বক্স অফিসে আমাদের গ্রস সেল ১০০ কোটি হয়েছে! ডেল্টা টাইমস্ / সিআর/ এমকে
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |