ইসরায়েলি সামরিক বাহিনীর ১১ সদস্য নিহত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৭:৩৪ পিএম

ইসরায়েলি সামরিক বাহিনীর ১১ সদস্য নিহত

ইসরায়েলি সামরিক বাহিনীর ১১ সদস্য নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকার শুজাইয়া এলাকায় ইসরায়েলের সামরিক বাহিনীর সাঁজোয়া যানের বহরে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা কাশেম বিগ্রেডস। এই হামলায় ইসরায়েলি অন্তত ১১ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস। হামলায় ইসরায়েলি সামরিক বাহিনীর কয়েকটি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।

কাশেম বিগ্রেডস বলেছে, গাজা শহরের শুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সাতটি সামরিক যানকে লক্ষ্যবস্তু বানিয়েছে তারা। এ সময় সামরিক যান লক্ষ্য করে গোলাবর্ষণ ও গুলি নিক্ষেপ করা হয়েছে।

গাজার সশস্ত্র এই গোষ্ঠী বলেছে, মঙ্গলবার গাজার কয়েকটি এলাকায় ইসরায়েলি সৈন্যদের সাথে হামাসের যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে। এতে ইসরায়েলি সামরিক বাহিনীর অন্তত ১১ সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হামাস।

কাশেম বিগ্রেডস বলেছে, সংঘর্ষের সময় ইসরায়েলি সৈন্যদের বহনকারী একটি গাড়িতে গোলাবর্ষণ করা হয়। এতে ওই গাড়ির তিন সৈন্য নিহত হয়েছেন। সংঘর্ষে ইসরায়েলি সৈন্যদের অনেকে আহত হয়েছেন বলেও দাবি করেছে হামাস।
আহত সৈন্যদের সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত ইসরায়েলি সামরিক বাহিনীর অপর একটি দলও উদ্ধার তৎপরতার সময় হামাসের হামলার শিকার হয়েছে। হামাস বলেছে, উদ্ধারকারী সৈন্যরা একটি ট্যাংক থেকে সৈন্যদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এ সময় তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ফলে ইসরায়েলি আরও কয়েকজন সৈন্য নিহত হয়েছেন।


ডেল্টা টাইমস্/ সিআর/এমকে


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com