জায়েদের ডিগবাজিকে বাদুড় নাচ বলেছেন সোহেল রানা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৮:০৭ পিএম

জায়েদের ডিগবাজিকে বাদুড় নাচ বলেছেন সোহেল রানা

জায়েদের ডিগবাজিকে বাদুড় নাচ বলেছেন সোহেল রানা

ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানের সাম্প্রতিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েছেন কিংবদন্তী অভিনেতা সোহেল রানা। সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে জায়েদ খানের ডিগবাজি কাণ্ড প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

যেখানে আক্ষেপ প্রকাশ করে সোহেল রানা বলেন, জায়েদ খান বিভিন্ন সময় বলে, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেছে। এটাতে আমাদের অনেক খারাপ লাগে। কখনো ওর সঙ্গে দেখা হলে আমি বলবো, তুমি এটা আর বলো না।

কেন জায়েদকে এমনটা বলতে নিষেধ করবেন এই নায়ক সে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। সোহেল রানার কথায়, আজ থেকে ৫৪ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে বের হয়েছি আমি। আমরা যখন ঢাবি থেকে বের হতাম তখন আমাদেরকে সবাই সম্মান করতো। আর তুমি (জায়েদ খান) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে মেয়েদের সামনে ডিগবাজি মারছো। নাচ করলে গোবিন্দার মতো নাচো, আমি তোমাকে সম্মান করবো। কিন্তু এটা তুমি কি করছো?

এসময় জায়েদের ডিগবাজি নিয়ে সোহেল রানা প্রশ্ন তোলেন, সে যেটা করে এটাকে ডিগবাজি বলে? এই কর্মকাণ্ডকে বাদুড় নাচ আখ্যা দিয়ে তিনি বলেন, এগুলো তো ডিগবাজি না। ডিগবাজি এরকম হয় না।

প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানকে বেশ স্নেহ করতেন কিংবদন্তি সোহেল রানা। মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলকে সবসময় সমর্থন দিয়েছিলেন তিনি। তবে জায়েদ খানের সাম্প্রতিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েই এমন প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেল আজীবন সম্মাননাপ্রাপ্ত এই নায়ককে।



ডেল্টা টাইমস্ /সিআর/ এমকে


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com