|
বগুড়ার শেরপুরে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
|
|
বগুড়ার শেরপুরে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে শেরপুর থানা পুলিশ। বগুড়ার শেরপুরে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার স্থানীয়রা জানান, রোববার রাতের কোনো এক সময়ে পলিথিন ও কাপড়ে মুড়িয়ে কে বা কারা মির্জাপুর খাদ্যগুদামের পুর্বপাশে সড়কের পাশে ফেলে রেখে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, মৃত নবজাতকটির পরিচয় জানা যায়নি। পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য নবজাতকের লাশটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) বগুড়ায় পাঠানো হয়েছে। ডেল্টা টাইমস্/শহিদুল ইসলাম শাওন/সিআর/জেড এইচ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |