অপো কালারওএসহ্যাক ২০২৩ এর শীর্ষ ৩ বিজয়ী টিমের নাম ঘোষণা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ২:১৩ পিএম

অপো কালারওএসহ্যাক ২০২৩ এর শীর্ষ ৩ বিজয়ী টিমের নাম ঘোষণা

অপো কালারওএসহ্যাক ২০২৩ এর শীর্ষ ৩ বিজয়ী টিমের নাম ঘোষণা

অপো কালারওএসহ্যাক ২০২৩ এর শীর্ষ ৩ বিজয়ী টিমের নাম ঘোষণা করেছে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন প্রযুক্তি কোম্পানি ‘অপো’। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ী টিমগুলোর নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মালয়েশিয়ার টিম ‘এন্ডটুএন্ড’। সারা বিশ্ব থেকে ১০টি দল এ চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে।

অপো সফটওয়্যার ইনোভেশন সেন্টার এর জেনারেল ম্যানেজার নিকোল ঝ্যাং বলেন, ‘এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য গ্লোবাল ডেভেলপারদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা এখন পর্যন্ত ইউজারদের কাছে যে সকল বুদ্ধিবৃত্তিক পণ্য এবং অভিজ্ঞতা নিয়ে এসেছি তা একটি সূচনা বিন্দু মাত্র।’ তিনি আরও বলেন, ‘আমরা এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি—বিশ্বব্যাপী গ্লোবাল ডেভেলপারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। যাতে এমন সেবা তৈরি করা যায় যা ইউজারদের আরও গভীরভাবে বুঝতে পারে এবং তাদের প্রয়োজন অনুযায়ী আরও বুদ্ধিমত্তার সঙ্গে সাড়া দিতে পারে।”
প্যান্টানাল ডেভেলপার সার্ভিসের মাধ্যমে উন্নয়ন এবং উন্নত দক্ষতার উদ্ভাবন
২০২১ সাল থেকে, অপো প্রতি বছর কালারওএস প্রতিযোগিতার আয়োজন করে আসছে। চলতি বছরের প্রতিযোগিতার থিম ছিল ‘প্যান্টানাল সার্ভিস: এমপাওয়ারিং লাইভ্‌স উইথ ইন্টেলিজেন্স’। এবারের প্রতিযোগিতাটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওপর গুরুত্ব দিয়ে তিনটি মূল বিষয়ের ওপর নির্ভর করে অনুষ্ঠিত হয়েছে : দৈনন্দিন জীবন, পরিবহন এবং বিনোদন।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কেটের জন্য একটি নতুন সার্ভিস ফরম্যাট গবেষণায় সহায়তা চালিয়ে যেতে, অংশগ্রহণকারীদের প্যান্টানাল প্ল্যাটফর্মের মাধ্যমে দক্ষ হতে উৎসাহিত করা হয়েছে। যাতে এর মাধ্যমে তারা তিনটি পরিস্থিতির মধ্যে একটির জন্য স্মার্ট সার্ভিস তৈরি করতে পারে এবং পরিস্থিতি কল্পনা করার মাধ্যমে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন ফর্মের ডিজাইন তৈরি করতে পারে। এ বছরের জুলাইয়ে প্রতিযোগিতাটি চালুর পর থেকে, পুরো প্রতিযোগিতাটি ১৫০ দিনের বেশি স্থায়ী হয়েছিল। বিশ্বের ৫০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ২০০টিরও বেশি টিম প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছে।

কালারওএস ১৪ তে, প্রথমবারের মতো অ্যাকোয়া ডায়নামিক্সসহ বিভিন্ন প্যান্টানাল প্ল্যাটফর্মের সক্ষমতা ব্যবহার করা হয়েছিল। বৈশ্বিক উদ্ভাবনের ক্রমবর্ধমান শক্তি একটি সামঞ্জস্যপূর্ণ ইকোসিস্টেম বৃদ্ধিতে অবদান রাখে। তিনটি মূল বিষয়ের ওপর নির্ভর করে অনুষ্ঠিত হয়েছে এবারের ‘অপো কালারওএসহ্যাক ২০২৩’ এবং এ প্রতিযোগিতায় নতুন আপগ্রেড করা ডেভেলপার সার্ভিসগুলোর মধ্য থেকে একটি ডেভেলপার স্যুট উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রতিযোগিতার পুরো প্রক্রিয়ায় অনেক চমৎকার প্রকল্প নিয়ে কাজ করেছে অংশগ্রহণকারী টিমগুলো, যার মধ্যে ১০টি টিমকে ফাইনালের জন্য নির্বাচিত করা হয়। টিমগুলো নেভিগেশন, পেমেন্ট, সামাজিক মিথস্ক্রিয়া, অধ্যয়ন, স্বাস্থ্যসহ অন্যান্য বিষয় নিয়ে তাদের প্রস্তাবনা প্রকল্প জমা দেয়।

তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অপো বিশেষজ্ঞ এবং ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি বিচারক প্যানেল অ্যাপের সম্ভাবনা ও উদ্ভাবনের পরিপ্রেক্ষিতে টিমগুলোর কাজের মূল্যায়ন করে এবং শীর্ষ তিনটি বিজয়ী দল নির্বাচন করে। তিনটি টিমের প্রত্যেকেই তাদের প্রোডাক্ট তৈরি ও ব্যবহারিক প্রয়োগের জন্য নগদ পুরস্কার পাবেন।

মালয়েশিয়ার টিম এন্ডটুএন্ড এর একটি পরিবহন ও পেমেন্ট প্রকল্প হলো ‘ন্যাভঅপ’। বিচারকদের সর্বসম্মত অনুমোদন পেয়ে তারা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। প্রকল্পটি এমন একটি অ্যাপ যা পরিবহন এবং অর্থপ্রদান বা পেমেন্ট সার্ভিসের জন্য ক্রস-ডিভাইস সহায়তা প্রদান করে। এটি প্রতিদিনের যাতায়াত ও ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে পথের দূরত্ব কমিয়ে সময় বাঁচায় এবং সর্বব্যাপী সেবাগুলোর পরিসীমাকে আরও বৃদ্ধি করে

ডেল্টা টাইমস/সিআর/জেএইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com