‘ফ্যাটি লিভার প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন করতে হবে’
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ২:৪৫ পিএম আপডেট: ২০.১২.২০২৩ ২:৫৭ পিএম

‘ফ্যাটি লিভার প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন করতে হবে’

‘ফ্যাটি লিভার প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন করতে হবে’

ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেছেন, ফ্যাটি লিভার প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন, শর্করা জাতীয় খাবার কমিয়ে আনা এবং নিয়মিত হাঁটাহাঁটি করতে হবে। বুধবার (১৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস লাউঞ্জে লিভার বিষয়ক একটি সচেতনতামূলক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ড. স্বপ্নীল আশা প্রকাশ করে বলেন, বিচারপতিদের মাধ্যমে দেশের মানুষ ফ্যাটি লিভার সম্বন্ধে সচেতন হবেন। এসময় তিনি ফ্যাটি লিভারের কারণ, প্রতিরোধ এবং চিকিৎসা সম্বন্ধে ধারণা দেন।

সুপ্রিম কোর্ট বাংলাদেশ এবং ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি জাস্টিস ওবায়দুল হাসান। বিশেষ অতিথি সুপ্রীম কোর্টের বিচারপতি জাস্টিস ইনায়তুর রহিম এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর জনাব এবাদুল করিম এমপি।

অনুষ্ঠানে ফ্যাটি লিভার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান এবং ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

প্রধান বিচারপতি তার বক্তব্যে ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারকে ধন্যবাদ জানান। পেশাগত ব্যস্ততার কারণে অনেক সময়ই বিচারপতিরা তাদের নিজেদের শরীরের প্রতি যথাযথ নজর দিতে পারেন না বলে জানান তিনি।

লিভার বিষয়ক সচেতনতামূলক এই আয়োজনে বিচারপতিবৃন্দ, তাদের পরিবারের সদস্য এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট ডিভিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য লিভারের ফাইব্রোস্ক্যান পরীক্ষার ব্যবস্থা করে ল্যাবসাইন্স ডায়াগনস্টিক।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও আজগর আলী হাসপাতালে কর্মরত প্রায় ৩০ জন লিভার বিশেষজ্ঞ অংশ নেন।

ডেল্টা টাইমস/সিআর/জেএইচ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com