|
‘ফ্যাটি লিভার প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন করতে হবে’
ডেল্টা টাইমস ডেস্ক:
|
|
‘ফ্যাটি লিভার প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন করতে হবে’ অনুষ্ঠানে ফ্যাটি লিভার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান এবং ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। প্রধান বিচারপতি তার বক্তব্যে ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারকে ধন্যবাদ জানান। পেশাগত ব্যস্ততার কারণে অনেক সময়ই বিচারপতিরা তাদের নিজেদের শরীরের প্রতি যথাযথ নজর দিতে পারেন না বলে জানান তিনি। লিভার বিষয়ক সচেতনতামূলক এই আয়োজনে বিচারপতিবৃন্দ, তাদের পরিবারের সদস্য এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট ডিভিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য লিভারের ফাইব্রোস্ক্যান পরীক্ষার ব্যবস্থা করে ল্যাবসাইন্স ডায়াগনস্টিক। অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও আজগর আলী হাসপাতালে কর্মরত প্রায় ৩০ জন লিভার বিশেষজ্ঞ অংশ নেন। ডেল্টা টাইমস/সিআর/জেএইচ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |