|
ডিএমপি কমিশনার
বিএনপির অসহযোগ নির্বাচনে অতিরিক্ত সমস্যা
ডেল্টা টাইমস ডেস্ক :
|
![]() বিএনপির অসহযোগ নির্বাচনে অতিরিক্ত সমস্যা দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও অন্যান্য নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার। বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, এটা সমন্বয় সভা বলা যেতে পারে। ভোট শান্তিপূর্ণ যাতে হয় তৃতীয় পক্ষ যাতে কেউ কোনো ধরনের সহিংসতা না করতে পারে সেই বিষয়ে আলোচনা হয়েছে। ভোটে তৃতীয় পক্ষ যাতে কোনো সমস্যা সৃষ্টি না করতে পারে। ভোট প্রতিহদে রেলে নাশকতা প্রসঙ্গে তিনি বলেন, নাশকতা একটি নয় একাধিক ঘটনা হচ্ছে। অক্টোবর ২৮ তারিখ থেকে দেশে জ্বালাও-পোড়াও হচ্ছে। অনেকে আইনের আওতায় এসেছে বাকিরাও আইনের আওতায় চলে আসবে। এগুলো যাতে না ঘটে সেই জন্য ব্যবস্থা নেওয়া হবে পুলিশও সজাগ রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন থেকে আমাদের নির্দেশ দেয়া হয়েছে। বৈঠকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তারা এই সভায় যোগ দেন। ডেল্টা টাইমস/সিআর
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |