মুখে কাপড় বেঁধে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৫:২৯ পিএম

মুখে কাপড় বেঁধে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

মুখে কাপড় বেঁধে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

সভা-সমাবেশের ওপর সংবিধানবিরোধী নিষেধাজ্ঞার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।

এসময় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদ বলেন, ‘সারাদেশে আমাদের শান্তি সমাবেশের ওপর হামলা হচ্ছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে ভোটের আগে এবং পরে ১৩ দিন সেনা মোতায়ন থাকবে। একটা দেশে জরুরি অবস্থা ছাড়া এতদিন সেনা মোতায়ন থাকার কথা না। আগামী ৭ তারিখের মধ্যে যদি নির্বাচন স্থগিত না করা হয়, সরকার যদি পদত্যাগ না করে, যদি রাজনৈতিক সমঝোতার পরিস্থিতি তৈরি না হয়, তাহলে আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।’

সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, ‘আগামী ৭ জানুয়ারি বাংলাদেশ একটি তামাশা নির্বাচন হতে যাচ্ছে। এ সরকার জনগণের কথা বলার স্বাধীনতা, সভা-সমাবেশের স্বাধীনতা কেড়ে নিয়েছে।

তিনি বলেন, ‘আগুনের কোনো ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত না করে বিরোধী দলীয় নেতাকর্মীদের দোষী সাব্যস্ত করা মানে হচ্ছে বিচার বিভাগ একদলীয়করণ। বিচার বিভাগ এখন প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের ভূ-রাজনীতি নিয়ে সাম্রাজ্যবাদী, কর্তৃত্ববাদী দেশগুলা নানান খেলা খেলছে।’


এসময় বিক্ষোভ সমাবেশে বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি আব্দুস সাত্তার, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রোহিত হোসেন প্রিন্স, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুসহ অনেকে উপস্থিত ছিলেন।


ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com