হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা কর্ণাটকের
ডেল্টা টাইমস্ ডেল্টা ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ১:০১ পিএম

ফাইল ছবি/ইন্ডিয়া টুডে

ফাইল ছবি/ইন্ডিয়া টুডে

ভারতের কর্ণাটকে স্কুলগুলোতে হিজাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এ নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিবাদন অনুষ্ঠিত হয়েছে দেশটিতে। তবে এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে কর্ণাটক সরকারা।

রাজ্যটিতে বিজেপিকে হটিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। এরপরই রাজ্যটির মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এমন ঘোষণা দিয়েছেন। খবর : হিন্দুস্তান টাইমসের

কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শুক্রবার (২২ ডিসেম্বর‌) ঘোষণা দিয়েছেন যে, কর্ণাটকে আর হিজাবের ওপর নিষেধাজ্ঞা থাকবে না। কান্নাড়া ভাষায় একটি টুইটে তিনি বলেন, 'আমি নির্দেশ দিয়েছি (অফিসারদের), যাতে হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।'

টুইটে বিজেপির সমালোচনা করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বলেন, 'এই দলটা (বিজেপি) পোশাক, কাপড়, জাতির ভিত্তিতে মানুষ ও সমাজকে ভাগ করাচ্ছে'।

সম্প্রতি একটি অনুষ্ঠানে সিদ্দারামাইয়া বলেন, 'আমরা সিদ্ধান্ত বদলাব। আর কোনো হিজাব নিষেধাজ্ঞা থাকবে না। নারীরা হিজাব পরেই বের হতে পারেন। আমি নির্দেশ দিয়েছি অফিশিয়ালদের, যাতে ওই নির্দেশ ফিরিয়ে নেওয়া হয়।'

তিনি বলেন, 'পোশাক পরা আর খাবার খাওয়া আমাদের পছন্দ, আমি আপত্তি করব কেন? তোমার যা খুশি পরো, যা খুশি খাও, আমি কেন পাত্তা দেব? ভোট পাওয়ার জন্য রাজনীতি করা উচিত নয়, আমরা তা করি না।'

প্রসঙ্গত, কর্ণাটকে হিজাবের ওপর নিষেধাজ্ঞা শুরু হয়েছিল ২০২২ সালের জানুয়ারি মাসে। ঘটনার সূত্রপাত কর্ণাটকের উড়ুপির প্রি-ইউনিভার্সিটি কলেজের ক্যাম্পাস থেকে। সেখানে মুসলিম নারীদের হিজাব পরে কলেজে আসতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই থেকে বিতর্কের শুরু।

পরে কর্ণাটক সরকারও ফেব্রুয়ারি মাসে এই হিজাবের ওপর নিষেধাজ্ঞাকে জারি করে। ওই সময় কর্ণাটকে বিজেপি সরকারের সেই সিদ্ধান্ত ঘিরে ব্যাপক বিতর্ক দানা বাঁধে। ছড়িয়ে পড়ে বিক্ষোভ।

ডেল্টা টাইমস্/সিআর/জেএইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com