|
টুথপেস্ট টিউবের গায়ে ভিন্ন রঙের দাগের অর্থ কী?
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() টুথপেস্ট টিউবের গায়ে ভিন্ন রঙের দাগের অর্থ কী? খেয়াল করলে দেখবেন, টুথপেস্টের টিউবের গায়ে ভিন্ন রঙের স্ট্রাইপ থাকে। কোনোটিতে সবুজ রঙ তো কোনোটিতে লাল। আবার কোনোটিতে কালো। এই ভিন্ন রঙের স্ট্রাইপের কিন্তু ভিন্ন অর্থ রয়েছে। বেশিরভাগ মানুষই যা জানেন না। আজ চলুন জেনে নেওয়া যাক এর আসল অর্থ- সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ক একটি পোস্ট মাঝেমধ্যে ভাইরাল হয়। এতে বলা হয়, টুথপেস্টের টিউবে নীল স্ট্রাইপ মানে ‘মেডিসিনযুক্ত টুথপেস্ট’। ‘সবুজ’ রঙা স্ট্রাইপ থাকা মানে এতে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে। লাল দাগ মানে প্রাকৃতিক এবং রাসায়নিক মিশ্রণ এবং কালো স্ট্রাইপ মানে সম্পূর্ণ রাসায়নিক। তবে এটি সম্পূর্ণ ভুল তথ্য। ![]() টুথপেস্ট টিউবের গায়ে ভিন্ন রঙের দাগের অর্থ কী? সায়েন্টিফিক আমেরিকান নামের একটি ওয়েবসাইটের মতে, বিশ্বের সবকিছুই প্রযুক্তিগতভাবে রাসায়নিক। এমনকি সব প্রাকৃতিক জিনিস এক ধরনের রাসায়নিক। এমতাবস্থায় কেমিক্যাল বা রাসায়নিক মুক্ত পণ্যের প্রশ্নই ওঠে না। টুথপেস্ট প্রস্তুতকারী একটি জনপ্রিয় সংস্থা তাদের ওয়েবসাইটে দাবি করেছে, কোনও টুথপেস্ট তৈরিতে প্রাকৃতিক বা রাসায়নিক উপাদান আলাদা করে ব্যবহার করা হয় না। অবাক করা তথ্য হলো, টুথপেস্টের টিউবের বিভিন্ন রঙের স্ট্রাইপ সাধারণ মানুষের জন্য অকেজো ও অর্থহীন। আসলে, এই রঙ টিউব তৈরির মেশিনে ইনস্টল করা আলোর সেন্সরগুলিকে নির্দেশ করে যে টিউবটি কী ধরনের এবং কোন আকারে তৈরি হবে। কেবল আলোর সেন্সরই এই ভিন্ন রঙের অর্থ বুঝতে পারে। ![]() টুথপেস্ট টিউবের গায়ে ভিন্ন রঙের দাগের অর্থ কী? টিউবে কতটুকু পেস্ট ভরা হবে, তা চিহ্নিত করতেই বিভিন্ন রঙের ব্যবহার করা হয়। রং দেখেই যন্ত্র বুঝতে পারে টিউবের কোন জায়গা সিল করতে হবে। প্যাকেজিংয়ের কাজে সুবিধা হয় এতে। তবে কোন উপকরণে টুথপেস্ট তৈরি হচ্ছে তা গ্রাহক অবশ্যই জানতে পারেন। এটি ছাপা থাকে টিউবের গায়ে কিংবা টিউবের বাক্সে। তাই উপকরণ জানতে হলে প্যাকেটের গায়ে লেখা মন দিয়ে পড়া ছাড়া উপায় নেই। দাগের সঙ্গে পেস্টের উপকরণ বা গুণমানের কোনো সম্পর্ক নেই। ডেল্টা টাইমস্/সিআর/জেএইচ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |