|
মেডিকেলে ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি
ডেল্টা টাইমস ডেস্ক:
|
|
ফাইল ছবি ১১ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন শুরু হবে। শেষ তারিখ ২৩ জানুয়ারি। ৪ জানুয়ারি থেকে বিদেশি নাগরিকদের জন্য আবেদন নেওয়া যাবে। ফি জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জানুয়ারি। রোল নম্বর ও সিট প্রদান ২৬ জানুয়ারির মধ্যে হয়ে যাবে। প্রবেশপত্র বিতরণ ৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। ৮ ফেব্রুয়ারি আসনবণ্টন। ৯ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এ বছর সরকারি মেডিকেল কলেজগুলোতে এক হাজার সিট বাড়ানো হয়েছে। ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে ৯ জানুয়ারি থেকে সব ধরনের মেডিকেল কোচিং বন্ধ থাকবে। অর্থাৎ এক মাস কোচিং বন্ধ থাকবে। পরে এ সম্পর্কিত বিজ্ঞপ্তি দেওয়া হবে। ডেল্টা টাইমস/সিআর/জেএইচ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |